কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর উদ্যোগে নারীর প্রতি সহিংসতা রোধে -লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বিষয়ক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর অয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের কলাপাড়া শাখার ম্যানেজার জেমস রাজিব বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল অহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির, ইউপি সদস্য মর্জিনা, মিনারা ও রূপা বেগম, একাত্তর টিভি কলাপাড়া প্রতিনিধি মিলন কর্মকার রাজু প্রমূখ।
আলোচনা সভায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিলভার স্টার মাইকেল মধুর প্রযোজনায় একটি ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন করনীয় বিষয়গুলো তুলে ধরেন। এসময় অনলাইনে ভিডিও ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন ফ্রীল্যান্স কনসাল্ট্যান্ট রেজাউল করিম। কলাপাড়ার উপজেলার ৪ টি ইউনিয়নে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উদ্যোগে এ কর্মসূচী চালু হয়েছে।