মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২০২২ উপলক্ষে খুলনা বিভাগীয় রচনা প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা তনিমা তাসমিন তন্নী প্রথম স্থান অধিকার করেছে। ডিপ্লোমা পর্যায়ে খুলনা বিভাগের মধ্যে তন্নী প্রথম স্থান অধিকার করেছে।
তন্নী বাংলাদেশ টেকনিক্যাল কলেজে (বিটিসি) যশোরে কম্পিউটার বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী এবং প্রেসক্লাব বসুন্দিয়ার উপদেষ্টা সাংবাদিক এসএম লাবুয়াল হক রিপন ও শিক্ষিকা আনোয়ারা খাতুনের এক মাত্র কণ্যা। বিষয়টি নিশ্চিত করেছেন বিটিসি’র অধ্যক্ষ আসাদুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব সম্পর্কে দেড় হাজার শব্দের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার পলিটেকনিক পর্যায়ের ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় ১ হাজার ৪৯১ শব্দের লেখা রচনায় তন্নী প্রথম স্থান অধিকার করে খুলনা বিভাগে নিজেকে তন্নী শ্রেষ্ঠ হিসেবে নিজের অবস্থানকে গৌরাবান্বিত করেছে।
সে ভবিষ্যতে একজন দেশপ্রেমিক দক্ষ প্রকৌশলী হয়ে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে এই প্রত্যয়ে সে সকলের দোয়া প্রার্থী।