খুলনার পাইকগাছায় গাঁজা গাছসহ চাষী মো. মন্টু বিশ্বাস (৪৮)কে আটক করেছে ডিবি পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে এসআই মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স পাইকগাছায় অভিযান পরিচালনা করেন।
গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলার মধুখালী বাড়ির আঙ্গীনায় গাঁজা চাষাবাদ করছে মর্মে জানতে পারেন। তাৎক্ষণিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তার বাড়ির আঙ্গীনা হতে গাঁজা উদ্ধার করেন।
আটক মন্টু বিশ্বাস মধুখালী গ্রামের মৃত আকবার বিশ্বাসের ছেলে। মন্টুর স্বীকারোক্তি ও দেখানো মতে তার চাষকৃত ৩টি গাঁজা গাছ উদ্ধার করেন ডিবি পুলিশ।
উদ্ধারকৃত গাঁজা গাছের ওজন ১ কেজি ২’শ গ্রাম। এ ঘটনায় রাতেই পাইকগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার নম্বর-২১, তারিখ-২৯/০৩/২০২২। এদিকে একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, মাদক বিকিনিকির নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে উপজেলার সিমান্ত পাইকগাছা-ডুমুরিয়া উপজেলা সিমান্ত তালতলা ব্রিজ এলাকা, পাইকগাছা-আশাশুনি সীমান্ত ইউনিয়ন চাঁদখালী, তালা-পাইগাছা উপজেলা সীমান্ত ইউনিয়ন রাড়–লী। গত ২৭ মার্চ তালতলা বিজ্র সংলগ্ন গলবাতান মাদক নিয়ে ধু¤্রজাল ও এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উপজেলার শিববাটি ব্রিজ সংলগ্ন থেকে ২৩ মার্চ রাত ১১ টার দিকে প্রায় ১ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, আটক ব্যক্তি সাথে একটি মাদক চক্রের যোগাযোগ রয়েছে।
২৪ মার্চ কোস্টগার্ড থানায় মামলা করেন, যার নং-১৮। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জিয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা রয়েছে।