ইমরান খানকে ট্রাম্পের চিঠি।।
স্বাগত জানিয়েছে পাকিস্থানঃ
।।আন্তর্জাতিক প্রতিবেদক।। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে চিঠি দিয়েছেন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
মাত্র কয়েক সপ্তাহ আগেই ‘জঙ্গিদমনে পাকিস্তান যথেষ্ট সহযোগিতা করছে না’ বলে একাধিক জায়গায় মন্তব্য করে ট্রাম্প বলেছিলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকার লড়াইয়ে পাকিস্তান ‘কিছুই করেনি’।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ইমরানকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন- যুদ্ধে উভয় দেশই ক্ষতির শিকার হয়েছে। একই সঙ্গে তিনি পাকিস্তানের সাথে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।
ট্রাম্প দাবি করেছেন, আলোচনার মাধ্যমে আফগান যুদ্ধের অবসান ঘটানোকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আফগান সরকারের সঙ্গে তালেবানকে আলোচনায় বসাতে পাকিস্তানের সহযোগিতা চান তিনি।
ট্রাম্পের এই চিঠিকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।