স্বল্প খরচে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজবাড়ীর পাংশায় এস,এন,মেডিকেল সেন্টার আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে খুব শীঘ্রই চালু করতে যাচ্ছে।
শুক্রবার (৩১মার্চ) বিকাল ৫ টায় পাংশা পৌরসভা সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এস,এন,মেডিকেল সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এস,এন,মেডিকেল সেন্টারের চেয়ারম্যান পরিমল কুন্ডু, ম্যানেজিং ডাইরেক্টর দেবাশীষ কুন্ডু, ডাইরেক্টর উত্তম কুমার কুন্ডু, সোহেল খান, নাজমুল কাদের সবুজ, সুজয় কুন্ডু।
এছাড়াও উপস্থিত ছিলেন, পাংশা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালেক,বিশিষ্ট ব্যবসায়ী শুকুর বিশ্বাস, দুলাল হাজী, পাংশা বার্তার সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু সহ স্থানীয় গণ্যমান্য ও সাংবাদিক বিন্দু প্রমুখ।
উল্লেখ্য, এস,এন,মেডিকেল সেন্টারের সেবা সমূহ বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার,ডায়াবেটিস ইউনিট, অত্যাধুনিক প্যাথলজি ল্যাব, 500mA ডিজিটাল এক্স-রে, 4D কালার ইকো কার্ডিওগ্রাফি, 4 D কালার ড্রাপলার অ্যান্টসনোগ্রাফি, টিভিএস আল্ট্রাসনোগ্রাফী, ১২ চ্যানেল ইসিজি ও আন্তরিক চিকিৎসায় পরামর্শ।