চাঁদপুরের কচুয়ার সফিবাদ গ্রামে স্কুল ছাত্রীকে ইভটিজিং প্রতিবাদ করায় বখাটে লোকজন প্রতিবাদকারীর উপর হামলা ও মারধরে অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার উত্তর পালাখাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় শিকর আহত সফিবাদ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান মেহেদী হাসান জানান রবিবার বিকালে তেগুরিয়া ও পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে স্কুল ছুটি শেষে বাড়ির ফেরার পথে কিছু শিক্ষার্থীকে একই এলাকার সিয়াম, সজীব, ইব্রাহিম ও রানাসহ বেশ কয়েকজন যুবক অশালীন অঙ্গিভঙ্গি করে কথাবার্তা বলে।
এসময় আমি দেখতে পেয়ে তাদের বাধা দিলে আমার সাথে খারাপ আচরন করে। এক পর্যায়ে সোমবার আমাকে একা পেয়ে তারা মারধর করে আহত করে।
স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন,ইভটিজিং এর বিষয়টি শুনেছি এবং প্রতিবাদকারীকে মারধর করেছে বলেও হামলার শিকার মেহেদী আমাকে জানিয়েছেন।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ইভটিজিং ও মারধরের বিষয়টি জানা নেই। তবে ক্ষতিগ্রস্থদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।