ইব্রাহিম খলিল , সাভার প্রতিনিধি।
সাভারের ঘাসমহল হাজী হাতেম আলী উচ্চ বিদ্যালয় ও রাজমহল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক বিজ্ঞান মেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নতুন কিছু অর্জন করা ও জানাকে জ্ঞান বলে এই প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার সকালে সাভারের ঘাসমহল হাজী হাতেম আলী উচ্চ বিদ্যালয় ও রাজমহল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মেলায় আধুনিক সভ্যতায় বিজ্ঞানসম্মত খুদে বিজ্ঞানীরা নিজ হাতে তৈরি করেছে কয়েকটি প্রজেক্ট।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রহমান মোল্লা।সঞ্চালনা করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ডাক্তার আমিনুর রহমান নুরানী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার বাজার রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুর রহমান অভি বলেন এই স্কুল থেকে অতিতে হাজার হাজার শিক্ষার্থী বের হয়ে গেছে। ভবিষ্যতেও হাজার হাজার শিক্ষার্থী বের হয়ে যাবে। তাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার হাতেখড়ি কোথায়, তোমার স্কুল জীবন পার করেছ কোন স্কুল থেকে। সবাই একই বাক্যে বলবে হাজী হাতেম আলী উচ্চ বিদ্যালয়।
এসময় আরও উপস্থিত ছিলেন দাতা সদস্য জসিম উদ্দিন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মহসিন আলমসহ শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী , গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ।
অনুষ্ঠান শেষে বিজয়ীসহ অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হযেছে।