বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র আহ্বানে সারা দেশের ন্যায় ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন করেছেন সাভার উপ শাখা বিসিডিএস।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০ টার দিকে রানা প্লাজার সামনে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এসময় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাভার উপ শাখার সভাপতি মোঃ শামেল এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী আব্বাস বসুর সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচী ও র্যালি করা হয়।
মানববন্ধন কর্মসূচী থেকে তারা জানান, কেমিস্টস্ গন ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ সহ সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবি জানিয়ে মিছিল করেন।
এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভার উপ শাখার সহ-সভাপতি আব্দুল কুদ্দুস খান , সহ সভাপতি এজাজ আহমেদ , সদস্য মোঃ মাসুম মিয়া , সেলিম রেজা , গিয়াস উদ্দিন , রবিউল্লাহ মোল্লা সহ সাভার উপ শাখা ও ধামরাইয়ে কর্মরত সকল স্তরের কেমিস্ট ও ব্যবসায়ী সদস্যরা।