May 22, 2025, 4:45 pm
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে মিথ্যা মামলা, অপপ্রচার এবং কৃষিজমি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন, স্মারকলিপি প্রদান

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 6
নিউজ আপঃ Thursday, May 22, 2025

সাভারের বিরুলিয়ায় অবৈধ রেলিক সিটি ও সাভারের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে জাকিরের অন্যতম ক্যাডার ভূমিদস্যু নূরুজ্জামানের মিথ্যা মামলা, অপপ্রচার এবং ১০ গ্রামের মানুষ ও তাদের কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসীরা।

মানববন্ধন শেষে তারা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান প্রদান করেন। বুধবার বিকেলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধ কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, এক শতাংশ জমি নামজারি না থাকলেও ৮ হাজার ২৫১ বিঘা জমির নকশা দিয়ে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সহজ-সরল প্রবাসীদের টার্গেট করে কাগজ বিক্রির মাধ্যমে তাদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিচ্ছে অবৈধ রেলিক সিটি। তাদের কোন অনুমোদন কিংবা পরিবেশের ছাড়পত্র না থাকলেও পেশীশক্তি ব্যবহার করে এলাকার নিরীহ লোকজনকে মারধরসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

ভুক্তভোগী আতাউর রহমান বলেন, রেলিক সিটি নাম দিয়ে একটি ভূঁইফোঁড় আবাসন প্রতিষ্ঠান সাভার উপজেলার বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের কমলাপুর, রাজারবাগ, ভবানীপুর, সাধাপুর, চাকুলিয়াসহ ১০ গ্রামের মানুষের জমি দখলে নেমেছে। জমি রক্ষায় তাদের বিরুদ্ধে গ্রামবাসীরা মানববন্ধন কর্মসূচি পালন করায় উল্টো অপরাধী আখ্যা দিয়ে রেলিক সিটির সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দফায় দফায় গ্রামের লোকজনকে মারধর করে এবং চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করছে।

অপর গ্রামবাসী বিল্লাল হোসেন বলেন, আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে রেলিক সিটি নামক অবৈধ একটি কোম্পানি আমাদের তিন ফসলী কৃষি জমিতে বালু ভরাট করে অনুমোদনহীন আবাসন প্রকল্প গড়ে তুলছে। কিন্তু গ্রামবাসী ভূমি অফিসে খোঁজ নিয়ে জানতে পেরেছে রেলিক সিটির নামে এক শতাংশ জমিও নামজারি নেই।

আবু সাঈদ নামে অপর গ্রামবাসী জানান, ভূমিদস্যু নুরুজ্জামানের নের্তৃত্বে রেলিক সিটির পরিচালক এডমিন ও অপারেশন পরিচয়দানকারী ব্যক্তি সাব্বির এলাকায় প্রকাশ্যে বলে বেড়ায়, “খুন, হামলা, মামলা, প্রশাসন ম্যানেজ, পুলিশ প্রশাসন ম্যানেজ না হলে আবাসন হয় না। কেউ করতে পারেনি। আমরাও সব করবো। বর্তমানে তারা স্থানীয় জমির দালাল চক্র, একাধিক মামলার আসামি, সন্ত্রাসীদের নিয়ে অবৈধ রেলিক সিটির নামে সাইনবোর্ড দিয়ে সাধারন মানুষের কৃষি জমি দখল, সরকারি খাল এবং জলাশয় ভরাটের পায়তারা করছে। আমরা চিহ্নিত ভূমিদস্যু এবং মিথ্যা অপপ্রচারকারী নুরুজ্জামানের বিচার চাই।

গ্রামবাসীরা বলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাজিবের ভাগ্নে মামা জাকিরের সহযোগী ও একাধিক মামলার আসামি ভূমিদস্যু নূরুজ্জামান তাঁর বাহিনী নিয়ে অস্ত্রের মুখে ভাকুর্তার ভাঙ্গা ব্রিজ এলাকায় জাল-জালিয়াতির মাধ্যমে কাগজ সৃজন করে সাধারন মানুষের জমি দখল করে তা বিক্রি করে দেয়।

অন্যদিকে তার জমি দখলের বিষয়ে রিপোর্ট করায় যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন সেলের প্রধানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদানসহ একজন রিপোর্টারকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন এবং নিজেই সাভার মডেল থানায় যমুনা টিভির সাংবাদিকের বিরুদ্ধে একটি মিথ্যা জিডি দায়ের করেন। আমরা এই চিহ্নিত ভূমিদস্যু মোঃ নূরুজ্জামানের বিচার চাই।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share