December 17, 2025, 12:46 pm
Logo
শিরোনামঃ
ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক। আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে মাদক ব্যবসায়ীর হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় মানববন্ধন

মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি 74
নিউজ আপঃ Thursday, May 29, 2025

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সরেজমিন বার্তা-এর স্টাফ রিপোর্টার মোঃ রবিউল ইসলাম রবি। মাদক ব্যবসায়ী ও হকার্স লীগ নেতা পরিচয়ধারী ‘মুরগী জহির’ এবং তার সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে আজ দুপুরে নবীনগর স্মৃতিসৌধের সামনে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, দুই দিন আগে সাভার উপজেলা পরিষদের একটি টেন্ডার সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে পরিকল্পিতভাবে মুরগী জহির ও তার সহযোগীরা সাংবাদিক রবিউল ইসলাম রবির উপর অতর্কিতে হামলা চালায়। তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, মোবাইল ফোন ও তথ্যভিত্তিক কাগজপত্র ছিনিয়ে নেয়।

এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে নবীনগর স্মৃতিসৌধের সামনে সাভার-আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিনিধিরা।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকরা বলেন,
সারা দেশে সাংবাদিকরা এখন তথ্য সংগ্রহের সময়ই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। যারা সত্য তুলে ধরেন, তাদেরই মুখ বন্ধ করতে হামলা চালানো হচ্ছে। অথচ বারবার হামলার শিকার হয়ে থানায় অভিযোগ করলেও অধিকাংশ সাংবাদিক বিচার পান না।”

তারা আরও বলেন, মাদক কারবারিদের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের ঢাল ব্যবহার করে যারা সাংবাদিকদের উপর হামলা চালায়, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি।”

আয়োজক সাংবাদিকরা জানান, শুধু রবিউল ইসলামের নয়, দেশের প্রতিটি সাহসী সাংবাদিকের নিরাপত্তার স্বার্থেই এই প্রতিবাদ। তারা প্রশাসনের কাছে জোর দাবি জানান-হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে, নইলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এ বিষয়ে সাভার থানায় রবিউল ইসলাম রবি বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের কোনো তথ্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share