রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নলিয়া গ্রাম খাদ্য গুদামে গম সংগ্রহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম মামুন, খাদ্য পরিদর্শক তারিকুল ইসলাম সবুজ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান বিশ্বাস প্রমুখ। সরাসরি কৃষকের কাছ থেকে চলতি বছরে ২৮ টাকা কেজিতে ৭২০ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়াও ধান প্রতিকেজি ২৭ টাকা কেজিতে ৬২ মেট্রিক টন, চাল ৪০ টাকা কেজিতে ৭২ মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।