ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের রাস্তা দীর্ঘদিন ধরে কাঁদাপানিতে গর্তে ভরা বেহাল অবস্থায় থাকার কারণে প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
মঙ্গলবার (১০ মে ) সকালে সরেজমিন গিয়ে এই ভোগান্তির চিত্র দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে চলে আসা রাস্তাটি ভেঙ্গেচুরে গর্তে কাদাপানিতে পরিনিত হয়েছে।
এছাড়াও জানতে পারি রাতের বেলা কাঁদাপানিতে গর্তে পড়ে রিক্সা এবং অটোরিকশাসহ অন্যান্য যানবাহন রোগীসহ উল্টো যাচ্ছে। এতে শিশু, নারী, বৃদ্ধ এবং অন্তঃসত্ত্বা মায়েদের আরও বেশি অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে।
এই রাস্তা দিয়ে চলাচলরত একজন অটোরিকশা চালককে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এই রাস্তা দিয়ে যাতায়াতে রাতের বেলা বেশি সমস্যা হয়। গর্তে পড়ে কাদার ভিতরে চাকা আটকে যাওয়া সহ আরও অনেক সমস্যায় পড়তে হচ্ছে প্রতিদিন।
একজন অন্তঃসত্ত্বা মাকে সাথে নিয়ে আসা রোগীর এক স্বজন জানান, সামান্য একটু রাস্তা এতদিন এভাবে অবহেলায় পড়ে আছে এটা দুঃখজনক। দেখার কেউ নেই আমার সাথে প্রেগন্যান্ট রোগী নিয়ে এসেছি, হাসপাতালের প্রবেশ পথে গর্তে পড়ে রিক্সা কাদায় আটকে গেলো। এরপর কিছু লোকজন এসে রিকশাটি ধাক্কা দিয়ে উঠাইয়া দেয়। তারপরে হাসপাতালে এসে পোঁছায়।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো একটি জরুরী সেবামূলক প্রতিষ্ঠানে আসা যাওয়ার রাস্তার বেহাল দশায় দুঃখ প্রকাশ করেছেন এখানে সেবা নিতে আসা রোগীর আত্মীয়স্বজনরা।
এ ব্যাপারে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নোমান মিয়া জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে চলে আসা রাস্তাটি ভেঙ্গেচুরে গর্তে কাদাপানিতে পরিনিত হলেও উপজেলা পরিষদ চেয়ারম্যানে এ রাস্তার মেরামতের উদ্যােগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।