ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন বিষয়ক কৃষক কৃষণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৬ মে ) সকালে উপজেলা কৃষিই সমৃদ্ধি অনাবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এর আওতায় ২ দিনব্যাপী কৃষি অফিসের হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের শেষে কৃষক-কৃষণীদের মাঝে গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।
প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মুনসী তোফায়েল হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ শারমিন জুই।
এসময় আরও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা এমরান হোসেন,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম খান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার স্বপন চন্দ্র দাস,উপসহকারী কৃষি অফিসার সুভাষ চন্দ্র দাস প্রমুখ। এসময় ৩০ জন কৃষক কৃষণীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়।