মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজশাহীতে জমি সংক্রান্তের জেরে মিথ‍্যা সংবাদ প্রকাশে প্রতিবাদে সংবাদ সম্মেলন বাঘায় দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ ও মানববন্ধন বাঘায় সমাজসেবার সানোয়ারের জাদুর কাঠিতে সুস্থ-সবল শত মানুষ এখন প্রতিবন্ধি সাভারের গান্ধারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন বাঘায় নবাগত ইউএনও’র সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ শিমুলতলা জোনাল অফিসে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ বাঘায় সাংবাদিক পরিবারের উপর হামলা,থানায় মামলা ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী কাউন্সিলর সাহেব আলীর শাস্তি চায় এলাকাবাসি মানবিক বাংলাদেশ চায় জামায়াত: ডা. শফিকুর রহমান সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সরাইলে অরুয়াইল বাজারের রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি / ৭৪
নিউজ আপঃ বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সর্ববৃহৎ অরুয়াইল বাজারের জামে মসজিদ সংলগ্ন রাস্তায় ২টি খু্ঁটি ও বাজারের পূর্বগলির রফিক মেডিকেল হল সংলগ্ন রাস্তায় ২টি খুঁটি থাকায় যান ও মানুষ চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও খুঁটি অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা ও বাজার ব্যবসায়ীরা বলছেন বারবার মৌখিক অভিযোগ দেওয়া হলেও এই খুঁটিগুলো সরাননি ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)।

আজ বৃহস্পতিবার ( ২৬ মে ) সরেজমিনে দেখা গেছে, খুঁটিগুলো বাজারের রাস্তার মাঝে বসানোর কারণে রাস্তা দিয়ে ঠেলাগাড়ি,ভ্যানগাড়ি, সিএনজিচালিত অটোরিকশা বাজারের ভেতরে ঢুকতে পারেনা।

ফলে অসুস্থ রোগীকে অনেক দূর হাঁটিয়ে গাড়িতে তুলতে হয়।গাড়ি বাজারের ভেতর ঢুকেনা বলে মালামাল কাঁধে করে আনা-নেয়া করতে হয়। তাছাড়া বৈদ্যুতিক খুঁটিগুলোর সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে বেশ কয়েকটি দূর্ঘটনাও ঘটেছে এবং ভবিষ্যতে আরও ঘটতে পারে।

বাজার ব্যবসায়ী শফিক ভুইয়া বলেন,এই খুঁটিগুলোর জন্য বাজারের ভেতরে ট্রাক, সিএনজি ঢুকতে পারে না। ফলে কলেজ রোড থেকে মালামাল কাঁধে করে বাজারের ভেতরের আনতে হয়।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির অরুয়াইল সাব-জোনাল অফিসের ইনচার্জ আল আমিন বলেন, খুঁটিগুলো রাস্তা থেকে সরানো যাবে না।

বৈদ্যুতিক খুঁটি অপসারণে হাইকোর্টের নির্দেশ আছে বললে তিনি বলেন, এটা সরানো আপনারও দায়িত্ব। শুধু রিপোর্ট করলেই হবে না। আপনাকেও দায়িত্ব নিতে হবে! আপনি আসেন, আমাদেরকে সহযোগিতা করেন। খুঁটি সরানো হবে।’

অরুয়াইল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজি আবু তালেব, খুঁটিগুলো রাস্তার মধ্যে বসানোর কারণে অনেক সমস্যা হচ্ছে। বাজারে সিএনজিসহ পন্যবাহী ট্রাক ঢুকতে পারে না। খুঁটিগুলো তাড়াতাড়ি সরানোর দাবি জানাচ্ছি।

হাজি এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী ব্যবসায়ী জাবেদ আল হাসান বলেন,খুঁটিগুলোর জন্য বাজারের ভেতরে মিনি ট্রাক,ঠেলাগাড়ি, সিএনজিসহ কোন যানই ঢুকতে পারে না।

অনেক দূর ঘুরে বিএডিসির রোড দিয়ে বাজারে ঢুকতে হয়। জনসাধারণের সমস্যা হচ্ছে এই খুঁটিগুলো। হাইকোর্টের নির্দেশ থাকার পরও রাস্তা মাঝখানে কেন খুঁটি থাকে বুঝতে পারিনি। আশা করি জনস্বার্থে বাজারের রাস্তার মাঝখানের খুঁটিগুলো কর্তৃপক্ষ সরাবেন।,


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share