মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ অবস্হায় একটি ২/৩ মাস বয়সী ভুবনচিল উদ্ধার করা হয়েছে৷ আজ মঙ্গলবার (২৪ মে) দুপুরের দিকে শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ এলাকার বাঁশঝাড়ের নীচ থেকে ভুবনচিলটিকে উদ্ধার করে স্থানীয় কয়েকজন ১০/১২ বছর বয়সী ছেলে।
পরে উদ্ধারকৃত ভুবনচিলটিকে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীপ্রেমীদের সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেন্জারড ওয়াইল্ডলাইফ (SEW) এর অস্থায়ী সেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে বন্যপ্রাণী বিভাগের পরামর্শ নিয়ে প্রানীটির সেবা শুশ্রুষা ও প্রাথমিক চিকিৎসা চলছে এই সেবাকেন্দ্রে।
স্ট্যান্ড ফর আওয়ার এনডেন্জারড ওয়াইল্ডলাইফ (SEW) এর সদস্য সোহেল শ্যাম জানান, অসুস্থ ভুবনচিলটি আমরা পরিচর্যা করছি। প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়েছে। এই চিলটি খুবই ছোট। এটি সদ্য ওড়া শিখছে ৷
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহীদুল ইসলাম জানান, অসুস্থ ভুবনচিলটিকে আমাদের পরামর্শেই চিকিৎসা দেয়া হচ্ছে। আগামীকাল এটিকে আমরা আমাদের রেসকিউ সেন্টারে নিয়ে আসব। প্রাণিটি সুস্থ হওয়ার পর আমরা এটিকে কোথায় অবমুক্ত করবো সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নিবো ৷