রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে ভোট আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম।
আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে জেলার ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে।
একটানা চলবে দুপুর ২টা পর্যন্ত। এর আগে সব প্রস্তুতি শেষে গতকাল রবিবার দুপুর থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ। জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম তুলে দেয়। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা নির্ধারিত স্থান থেকে এসব সরঞ্জাম বুঝে নেন। তারপর পুলিশ পাহারায় নির্ধারিত কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এসব সরঞ্জাম।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ৫টি কেন্দ্রে সকল সরঞ্জাম পাঠানোর কাজ শেষ করা হয়েছে। রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনের আয়োজন ভালো, পরিবেশও সন্তোষজনক রয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন, স্টাইকিং ফোর্স, মোবাইল ফোর্স, র্যাব, বিজিবি, আনসার সবাই কাজ করবেন।
রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ১৮জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ৭ জন সহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৫৯৮ জন ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ভোটার ১৯৮ জন। তাদের মধ্যে ১৫১ জন পুরুষ ও ৪৭ জন মহিলা। গোয়ালন্দ উপজেলার ভোটার ৬৮ জন। তাদের মধ্যে ৫১ জন পুরুষ ও ১৭ জন মহিলা। পাংশা উপজেলার ভোটার ১৪৪ জন। তাদের মধ্যে ১০৯ জন পুরুষ ও ৩৫ জন মহিলা। বালিয়াকান্দি উপজেলায় ভোটার ৯৪ জন। তাদের মধ্যে ৭২ জন পুরুষ ও ২২ জন মহিলা। কালুখালী উপজেলায় ভোটার ৯৪ জন। তাদের মধ্যে ৭১ জন পুরুষ ও ২৩ জন মহিলা তাদের ভোট প্রয়োগ করবেন।
এই বিভাগের আরও খবর....