December 20, 2025, 1:09 am
Logo
শিরোনামঃ
সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক। আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ভয়াবহ অগ্নিকান্ডে গুদামে রক্ষিত পাট পুড়ে ছাই

এ কে আজাদ  রাজবাড়ী 307
নিউজ আপঃ Wednesday, March 30, 2022
অগ্নিকান্ডে প্রায় ১০ কোটি টাকার মতো ক্ষতি হবে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের চারটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে গুদামে রক্ষিত পাট পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ১০ কোটি টাকার মতো ক্ষতি হবে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

বুধবার সকালে সোয়া ৭টার দিকে খানখানাপুর বাজারস্থ পাট বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিসে ৪টি ইউনিট প্রায় সোয়া ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়েছে।

জানা গেছে, খানখানাপুর বাজার ঐতিহ্যবাহী পাট ক্রয়-বিক্রয়ের কেন্দ্র হিসেবে পরিচিত। এ অগ্নিকান্ডে দুলাল কুন্ডু, বাবু শেখ, সোহেল, সিদ্দিক, আশিষ, মনজিৎ সহ একাধিক পাট ব্যবসায়ী পাট ক্রয় করে গুদামে মজুদ করেছিলেন। এছাড়া একটি গুদামে তেল বীজ, শস্য বীজ সহ বিভিন্ন ফসল মজুদ ছিলো। বুুধবার সকালে পাট গুদামের পেছন দিক থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মামুনুর রহমান মামুন বলেন, ভয়াবহ এ অগ্নিকান্ডে ৪টি গুদামে রক্ষিত প্রায় সাড়ে ৪ হাজার মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আনুমানিক ১০/১২ কোটি টাকার ক্ষতি গ্রস্থ হয়েছেন পাট ব্যবসায়ীরা।

খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, পাট বাজারে অগ্নিকান্ড ভয়াবহ রুপ ধারণ করেছিলো। ফায়ার সার্ভিসের ৪টি দলের পাশাপাশি বাজারের ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। দ্রুত নিয়ন্ত্রণে না আসলে খানখানাপুরের বড় পাটের গুদাম জনতা জুট মিলস লিমিডিটেও অগ্নিকান্ড লেগে যেতো।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার(ভারপ্রাপ্ত) মো. বিল্লাল হোসেন খলিফা জানান, খানখানাপুর পাট বাজারে অগ্নিকান্ডে খবর পেয়ে সকাল ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিসের রাজবাড়ী, গোয়ালন্দ, কালুখালী ও ফরিদপুর দল প্রায় সোয়া ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনের সুত্রপাত কোথা থেকে হয়েছে এখন তা জানা সম্ভব হয়নি। সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে পরবর্তিতে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share