May 22, 2025, 8:36 pm
Logo
শিরোনামঃ
অবৈধ রেলিক সিটিতে রাজউকের অভিযান, কার্যক্রম বন্ধ ঘোষণা  ৬ দিনের রিমান্ডে কণ্ঠশিল্পী মমতাজ,আদালত চত্বরে ডিম নিক্ষেপ সাবেক এমপি মমতাজকে চার হত্যা মামলায় মানিকগঞ্জ আদালতে তোলা হয়েছে আশুলিয়ায় ৪ দফা দাবি বাস্তবায়নে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র মানববন্ধন সাভারে মিথ্যা মামলা, অপপ্রচার এবং কৃষিজমি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন, স্মারকলিপি প্রদান ঢাকা বোট ক্লাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাভারে ৯৪ বোতল ফেনসিডিল সহ পেশাদার দুই মাদক কারবারি গ্রেফতার ইশরাক হোসেন ইস্যুতে আমাকে দোষারোপ করা সমীচীন হবে না: আসিফ মাহমুদ গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে এক রং মিস্ত্রির মাথায় গুলি করে হত্যা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

“ভব সংসার ”  মোস্তাফিজুর রহমান -নিউজ অলটাইম

স্টাফ রিপোর্টারঃ 659
নিউজ আপঃ Sunday, June 20, 2021

হারিয়ে গেলাম পৃথিবী নামক গহীন অরণ্যে ,
পথ হারিয়ে ঠিকানা খুজি পাগল হয়ে হন্যে।
উদভ্রান্তের মত  ছুটে চলা ঝলমলে প্রাসাদ সম্পদের লোভে সকাল হতে সন্ধ্যে ,
প্রাচুর্য মহের জাদুর জালে  অকসাৎ গেছি আটকে।
জীবন নদীর খেয়া পারে হেরে যায় পিছুটানে ভব সংসারে  মায়ার বাঁধনে,
রং তরঙ্গে হাবুডুবু খায় ভবো দরিয়ার প্রবল স্রোতের অথৈ জলে।
প্রকৃতির রূপ সুধা পানে ব্যাকুল হয়ে ঘুরি ধরণী মরুদ্যানে,
চাকচিক্য আনন্দ-উল্লাস ভোগবিলাস হাতছানি দেয় জীবন নদীর বাঁকে।
প্রভাত কালের ভ্রমর হয়ে গায়যে প্রভাত ফেরী,
ফুটায় ফুল  পলাশ শিমুল রজনীগন্ধা বকুল সন্ধ্যামণি।
ফুলের গন্ধে আকুল আনন্দে মন হারায় সুদূর পানে,
দিকভ্রান্ত হয়ে ছুটে চলা মরিচিকার পিছে মরু প্রান্তরে।
স্বপ্নের ভেলায় মেঘের ছোঁয়ায় আকাশ পানে উড়ি মহাশূন্যে,
ভ্রমণ আবিষ্কারের মহানেশায় গ্রহ হতে গ্রহান্তরে।
প্রজাপতির ডানায় মেলে স্বপ্ন ছড়ায় সবার তরে,
সুখের সারি গায় যে মাঝি অকুল গাঙ্গে নাও বায়য়ে।
জীবন গাঙ্গের গভীর জলে বায় তরি নিরবধি,
সুখ পাখিটার গলায় বাঁধবো বশের বেড়ী।
পেলাম না হায় তাহার দেখা কেমন সুখ পাখি,
আশায় আশায় দিন ফুরায় পাপের বোঝা হয় ভারী।
কোন ঘাটেতে ভিড়ায়  তরী নঙ্গর গেছে ছিঁড়ি,
ভাটির দেশে চলছে নাও গন্তব্যের ঠিকানা জানা নাহি।
জোয়ার-ভাটায় দিশেহারা ভাঙ্গে পাড় কূল-কিনারা,
আশার জোয়ারে ভাটা পড়ে স্বপ্ন ভেঙ্গে সারা।
জনম ভরে বায়লাম তরী কভু শেষ না হয় দুঃখের রজনী,
জ্বলে পুড়ে অঙ্গার  আমি বয়তে তরি সংসারের ঘানি।
বিষাদে ভরা সংসারের বোঝা টানতে দাঁড় ফুরালো বেলা,
মহাকালে যাত্রা পথে শুধু একলা অন্ধকারময় গহীন রজনী বিভীষিকায় ভরা।।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share