খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস। ২৫শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মের দিনে এই উৎসবটি পালিত হয়। আজ শুক্রবার পটুয়াখালীর কলাপাড়ায় দিনভর বিপুল উৎসাহ উদ্দীপনা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মালম্বীরা এ উৎসব পালন করেছেন।
সামাজিক দূরত্ব মেনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর গ্রামের খ্রিষ্টান পল্লীতে দিনটি উদযাপিত হয়।
বড় দিন উপলক্ষে চার্চ ও গীর্জাগুলো সাজানো হয়েছে নতুন সাজে। মহামারি করোনা থেকে দেশবাসীর মুক্তিসহ অতীতের সকল পাপ মোচনের জন্য যিশুর কাছে প্রার্থনা করেন ভক্তরা।
পরে বাইবেল পাঠ এবং যিশু খ্রিষ্টের জীবনী সম্পর্কে আলোচনা শেষে ভক্তদের মাঝে বিভিন্ন রকমের খাবার পরিবেশন করা হয়। এছাড়া একে অপরের শুভেচ্ছা বিনিময়ের করেন খ্রিষ্টান ধর্মালম্বীরা।
খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন জানান, খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এদিনেই বেথলেহেম নগরীতে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, যিশুখ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে। আর মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। তার এই আগমনকে স্মরণ করে খ্রিস্টানরা শ্রদ্ধা ভালোবাসায় বিশ্বব্যাপী তাকে স্মরণ করেন ও জাকজমকপূর্ণভাবে দিনটি উদযাপন করেন।