মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃদুষণমুক্ত বিশ্ব নির্মাণ ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রণতি জ্ঞাপনে কোলকাতা থেকে ঢাকার উদ্দেশ্য সাইকেল র্যালি ও বৃক্ষরোন এর জন্য ভারতীয় ১০ সদস্যর একটি প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় এ প্রতিনিধি দল বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে প্রবেশ করলে এদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায় বেনাপোল বন্দর প্রেস ক্লাব ।
ভারতীয় প্রতিনিধি দলের অধিনায়ক মহারানী কাশীশ্বরী কলেজ কোলকাতা এর ক্রীড়া শিক্ষক সুবি মহল দেব জানান তারা ৭ দিনের সফরে বাংলাদেশে এসেছে। তারা আজ যশোর মহিলা কলেজ চত্বরে সবুজায়নের জন্য বৃক্ষ রোপন করবেন। এরপর রাত্রে মাগুরা মহিলা কলেজে থাকবেন। সেখান থেকে পরেরর দিন রাজবাড়িতে সবুজায়ন কর্মসুচীতে অংশ নিবেন। এরপর ঢাকার উদ্দেশ্য সাইকেল যোগে রওনা হবেন। ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বৃক্ষ রোপনের পর সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ওপর বিশেষ আলোচনায় অংশ নিবে। এর পর তারা আগামি ১৭ ডিসেম্বর ঢাকা থেকে স্থল পথে সাইকেল যোগে কোলকাতার উদ্ধেশ্য রওনা হবে।
সুধী মহল আরো বলেন তাদের সার্বিক সহযোগিতা করেন ”ফিরে আসুক সবুজ” কোলকাতার বারাকপুরের একটি বেসরকারী সংস্থা।