বিনোদন ডেস্ক: টলিউডের নিন্দুকরা অবশ্য খবরটা জেনেই চোখ কপালে তুলেছেন! বলছেন- এই এতটা বয়সে এসে বিকিসি শুট?
ও দিকে ঊষসী চক্রবর্তীর কথা যদি ধরতে হয়, তা হলে কিন্তু জুতসই কারণ খুঁজে পেতে মোটেই দেরি হবে না। সম্প্রতি কমলেশ্বর মুখোপাধ্যায়ের মুখোমুখি ছবিতে কাজ করেছেন যিনি, সেই নায়িকা খোলসা করে দিচ্ছেন কারণটা।
‘গত পুজোর সময়ে অনেকটা ওজন বাড়িয়ে ফেলেছিলাম, যা খুশি খেয়েছিলাম আর কী! তার পর থেকেই ঠিক করে ফেলি ওজনটা ঝরাতে হবে! সাইজ জিরো ফিগারও তা বলে আমার চাই না, মানাসই একটা শেপে থাকলেই হল। ঠিক করেছিলাম, যদি সেটা করে উঠতে পারি, তা হলে নিজেকে একটা বিকিনি শুট উপহার দেবো’, সম্প্রতি টাইমস গোষ্ঠীর এক কথোপকথনে এ কথা জানিয়েছেন ঊষসী।
এও জানাতে ভোলেননি- এর জন্য তিনি সাহায্য নিয়েছিলেন কেটো ডায়েটের। ‘কেটো ডায়েট মেনে ওজন কমানো খুবই স্বাস্থ্যকর এক ব্যাপার। তা বলে ডাক্তার আর নিউট্রিশিয়ানের পরামর্শ ছাড়া কিন্তু নয়। আমিও সেটাই করেছি। বার বার গিয়েছি ডাক্তারের কাছে, পরামর্শ মেনে স্বাস্থ্যকর পদ্ধতিতেই ওজন কমিয়েছি’, বলছেন বিকিনি শুট সেরে বেশ খুশি মনে নায়িকা।
দেখছেনই তো কভারে আর খবরের মধ্যে সেই বিকিনি শুটের ঝলক, ঊষসীর দৃষ্টান্ত কি সুস্থ থাকার পক্ষে অনুপ্রেরণা নয়? ইন্ডিয়া টাইমস