May 23, 2025, 1:55 am
Logo
শিরোনামঃ
সাভারে ৪ দফা দাবি বাস্তবায়নে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র মানববন্ধন অবৈধ রেলিক সিটিতে রাজউকের অভিযান, কার্যক্রম বন্ধ ঘোষণা  ৬ দিনের রিমান্ডে কণ্ঠশিল্পী মমতাজ,আদালত চত্বরে ডিম নিক্ষেপ সাবেক এমপি মমতাজকে চার হত্যা মামলায় মানিকগঞ্জ আদালতে তোলা হয়েছে আশুলিয়ায় ৪ দফা দাবি বাস্তবায়নে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র মানববন্ধন সাভারে মিথ্যা মামলা, অপপ্রচার এবং কৃষিজমি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন, স্মারকলিপি প্রদান ঢাকা বোট ক্লাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাভারে ৯৪ বোতল ফেনসিডিল সহ পেশাদার দুই মাদক কারবারি গ্রেফতার ইশরাক হোসেন ইস্যুতে আমাকে দোষারোপ করা সমীচীন হবে না: আসিফ মাহমুদ গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে এসএলএ

সোহেল রানা সাভার, ঢাকা। 99
নিউজ আপঃ Saturday, August 31, 2024

ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পানিতে দেশের দক্ষিণাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন লাখো মানুষ। প্রাকৃতিক বিপর্যয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন।

বন্যার্ত জেলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে ফেনী ও নোয়াখালীর বন্যা। ভারীবর্ষণ এবং পার্শ্ববর্তী দেশ থেকে ধেয়ে আসা পানিতে আকষ্মিক বন্যায় তলিয়ে যায় জেলার বিভিন্ন অঞ্চল। ডুবে যাওয়া ফেনী ও নোয়াখালীর এসব অঞ্চল পরিদর্শন করতে এসব এলাকায় যান সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার (এসএলএ) চেয়ারম্যান জে এইচ রানা।

তিনি বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে এ পর্যন্ত ফেনী জেলার দাগনভূঞা থানার রাজাপুর ইউনিয়ন ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে মানু্‌ষের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন।

এছাড়া জে এইচ রানা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষ এবং দুর্গম এলাকার মানুষের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন এবং তাদের মাঝে ফুড প্যাকেট উপহার ও আর্থিক সহযোগিতা দেন।

সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি জেনারেল ইঞ্জিঃ অনিকুল ইসলাম, পরিচালক হাজী নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান,সদস্য সাইফুল ইসলাম ও সমাজসেবক মেহেদি  রানা শহীদ প্রমুখ।

এ সময় জে এইচ রানা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share