খুলনার পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের সরদার আবু হোসেন কলেজ (চৌরাস্তা) হতে সোনাখালী খেয়াঘাট পর্যন্ত রাস্তার বেহালদশা। প্রায় সাত কিলোমিটার রাস্তাটি বছরের পর বছর আমুরকাটা, পশ্চিমকাইনমুখী, নুনিয়াপাড়া, দীঘা, দক্ষিণকাইনমুখীসহ কয়েকটি গ্রামের মানুষের সিমাহীন ভোগান্তির কারন হয়ে দাঁড়িয়েছে।
রাস্তাটির এক কি.মি. পীচকার্পেটিং, এক কি.মি. ইটের হেরিংবন, প্রায় তিন কি.মি. জরাজীর্ণ দীর্ঘদিনের পুরাতন ইটের সলিং। বাকী প্রায় দু’কি.মি. মাটির কাঁচা রাস্তা। রাস্তাটির দুই প্রান্তে পিচের কার্পেটিং-এর রাস্তা সংযুক্ত থাকলেও অভিভাবকহীন রাস্তাটির ভাগ্য বদলে নেই কারো কোন মাথা ব্যথা।
ভাঙ্গাচোরা ও বড় বড় গর্তে ভরা এই রাস্তাটি যেন কয়েকটি গ্রামের মানুষের জন্য অভিশাপে পরিণত হয়েছে। ইটে রাস্তাটিতে মাঝেমধ্যে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক, নছিমনসহ বিভিন্ন মালবাহী গাড়ি প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।
এছাড়া বর্ষাকালে রাস্তাটিতে চলাচল আরো ভয়ংকর হয়ে ওঠে। এলাকাবাসীর ক্ষোভ, চারদিকে এতো রাস্তাঘাট তৈরি হচ্ছে, অথচ এই এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির দিকে কোন জনপ্রতিনিধির নজর নেই। চরম ভোগান্তি হতে রেহাই পেতে রাস্তাটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।