খুলনার পাইকগাছায় স্বর্ণের চেইন ছিনতাই কালে শুকুর আলী (৩০) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। সে উপজেলার প্রতাপকাটী গ্রামের নেছার আলী গাজীর ছেলে।
পুলিশ জানায়, একই এলাকার মিন্টু দাশের স্ত্রী প্রতিভা দাশ (২৫) শনিবার রাত সাড়ে ৭ টার দিকে কপিলমুনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে সলুয়া রাস্তায় পৌঁছালে নেছার আলী গাজীর ছেলে শুকুর আলী গাজী ও আজিজ গাজীর ছেলে সামাদ গাজী (৩৫) মহিলার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এসময় তার চিৎকারে এলাকার লোকজন এসে ছিনতাইকারীকে ধাওয়া করে। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ ছিনতাইকারী শুকুর আলীকে আটক করতে পারলেও সামাদ পালিয়ে যায়।
এ ঘটনায় মহিলার শশুর নারায়ন চন্দ্র দাশ বাদী হয়ে দুজনের নামে থানায় মামলা করেছে। থানা অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, দস্যুতা আইনে শুকুর আলী ও সামাদ গাজীর বিরুদ্ধে মামলা হয়েছে।
আটককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে অন্যজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।