রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা. এ এফ এম সফিউদ্দিন পাতা (৬২) মৃত্যুবরণ করেছেন। ৩ আগষ্ট মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিটের সময় মৃত্যু বরণ করেন তিনি।
তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৬ জুলাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন। র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে করোনা ভাইরাস শনাক্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৯ জুলাই সকালে ঢাকা মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলজি হাসপাতালে ভর্তি হন।