রাজবাড়ীর পাংশায় কমল কুমার আচার্য্য (৪৫) নামের এক স্কুল শিক্ষককে মারপিট করার অভিযোগ উঠেছে। কমল কুমার পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারি শিক্ষক (টেকনিক্যাল)।
মঙ্গলবার (২৯ মার্চ) পাংশা পৌরসভার পুরাতন বাজার শ্যামল ও পন্টে ঘোষের দোকানের সামনে এ মারপিটের ঘটনা ঘটে। আহত স্কুল শিক্ষক পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসাধীন আহত শিক্ষক কমল কুমার জানান, বাড়ি থেকে মোটর সাইকেল যোগে স্কুলে যাওয়ার সময় পুরাতন বাজারের মধ্যে এলে আমার বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল এসে আমার গাড়ির সাথে ধাক্কা দেয়। আমি এর পতিবাদ সরুপ কিছু কথা বলতে গেলেই আমাকে এলোপাতাড়ি মারপিট করে পালিয়ে যায়।
পরে আমি জানতে পারি সে উপজেলার লক্ষিপুর গ্রামের বিদু মন্ডলের ছেলে জুয়েল মন্ডল।
অভিযুক্ত জুয়েল মন্ডল বলেন, শিক্ষকের মাস্ক পড়া ছিলো আমি চিনতে পারিনি। শিক্ষক আমার গাড়ি চালানো নিয়ে মন্তব্য করায় আমি একটি ঘুষি মারছি। এক ঘুষিতেই শিক্ষক মাথাঘুড়ে পরে গেলে আমি সেখান থেকে চলে যাই। পরে কি হয়েছে আমি জানি না।
পাংশা সরকারি জজ সকুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন বলেন, এ মারপিটের ঘটনায় আহত শিক্ষকের স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আমাদের স্কুলের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, শিক্ষককে মারপিট করার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত প্রক্রীয়াধিন রয়েছে।