বুধবার (২৩ মার্চ) সকালে পাংশা সরকারি কলেজ মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে একটি র্যালি বের করে কালিবাড়ী মোড় হয়ে আবার কলেজ মাঠে এসে শেষ হয়।
মানবন্ধন চলাকালে নিহত সিফাতের হত্যাকারীদের গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তির দাবি জানান সহপাঠীরা। তারা বলেন, এভাবে যেন সিফাতের মত আর কাওকে জীবন দিতে না হয়। এসময় সিফাত হত্যার বিচার দ্রুত কার্যকর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গতবারের ১২ জানুয়ারি স্থানীয় সন্ত্রাসীরা মেধাবী ছাত্র সিফাতকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরতর আঘাত করে। পরে ১৩ জানুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন সিফাত। ১৫ জানুয়ারি পাংশা মডেল থানায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।