নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন বুড়িরচর ইউনিয়নের মেঘনা নদীর সূর্যমূখী ঘাটে গতকাল (১০ অক্টোবর) দিবাগত রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় ইলিশের প্রদান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ শিকার করায় ২০ কেজি মা ইলিশ, ১০ মিটার জাল ও একটি ট্রলার সহ ৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
আজ সকাল ১০.৩০ টায় ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম হোসেন আটককৃত প্রত্যেক জেলেকে নগদ ৫,০০০/- টাকা করে সর্বমোট ২৫,০০০/- টাকা অর্থ-দন্ড প্রদান করা হয়েছে এবং তাদের নিকট হইতে উদ্ধার করা জাল নষ্ট করা হয়েছে।
স্থানীয় ভাবে আটককৃত আসামীদের নাম ঠিকানা ১। মোঃ হাসান উদ্দিন (২৩) পিতা-মোঃ কাশেম, ২। মোঃ রিদয় উদ্দিন (২১) পিতা-মোঃ নবীর উদ্দিন, ৩। মোঃ সুমন উদ্দিন (২১) পিতা-মোঃ গিয়াস উদ্দিন, সর্বসাং- শূন্যের চর, ৩নং ওয়ার্ড, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী। ৪। মোঃ রাকিব উদ্দিন (২৫) পিতা-মৃত এনায়েত হোসেন, ৫। মোঃ সুমন (২৩) পিতা-মোঃ আলাউদ্দিন, উভয় সাং- পূর্ব লক্ষীদিয়া, ৯নং ওয়ার্ড, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী মর্মে জানা যায়।