রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ শেখ (২৩) কে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থির পক্ষে নির্বাচন করায় বিদ্রোহী বিজয়ী মিজানুর রহমান মজনু তার উপর হামলা চালিয়েছে। এ ঘটনা মিজানুর রহমান মজনু কে কালুখালি থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (১৭ মার্চ) রাতে পারভেজকে মারপিট ও তার ঘর বাড়ি ভাঙচুরের অভিযোগে কালুখালী থানায় (১৯ মার্চ শনিবার) সকালে একটি মামলা হয়।
এ মামলায় মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু কে প্রধান আসামি করে মামলা দায়ের করেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ শেখ। এ মামলায় মজনু ছাড়াও ৭ জনের নাম উল্লেখ করা হয়। ছাড়া অজ্ঞাত আরও ২০/২৫ জনের নাম উল্লেখ করা হয়।
মামলার বাদী পারভেজ শেখ বলেন, আমি সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম রোকনুজ্জামান এর পক্ষে নির্বাচন পরিচালনা করায় নির্বাচনের পর থেকে আমার ও আমার পরিবারের উপর ক্ষতি সাধনের চেষ্টা চালায়। যার ফল হিসেবে গত বৃহস্পতিবার রাতে মিজানুর রহমান মজনু নিজে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ও আমার বাড়ি গড়ে হামলা চায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। মিজানুর রহমান মজনুর জামিনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান বলেন ভুক্তভোগী পারভেজ বাদী হয়ে সকালে থানায় এসে মামলা করে। পরে বেলা দেড়টার সময় আমরা তাকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করি।
ইকবাল হাসান এর বিশেষ আদালতে গ্রেফতার কৃত মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু কে জামিন দেওয়া হয়।
উল্লেখ্য, দৈনিক বাংলা ৭১ ও স্বদেশ প্রতিদিন প্রত্রিকার বিশেষ প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাব পাংশা এর সভাপতি আবুল কালাম আজাদ এর হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী মিজানুর রহমান মজনু।