নোয়াখালীর সদরে কামরুল হাসান জোবায়ের নামের এক শিক্ষার্থীকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ এ ঘটনায় নোয়াখালী জেলা পুলিশ ২জনকে আটক করেছে।
গতকাল (১০ অক্টোবর) সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকার সময় ভিকটিম নিহত জুবায়ের এর বন্ধু আরাফাত হোসেন তার মোবাইলে কল করিলে ভিকটিমকে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হতে বলে। অতঃপর ভিকটিম বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর ভিকটিমের মামা তাদের বাসা থেকে অনুমান ১০০ গজ দূরে রাস্তার উপর রক্ত ও জুতা পড়ে থাকতে দেখে বাসায় এসে ভিকটিমের মায়ের কাছে ভিকটিম জোবায়ের এর খবর জানতে চাইলে, ভিকটিমের মা জেসমিন আক্তার ছেলের খোজে রাস্তায় বের হয়ে এবং জোবায়ের এর মোবাইল বন্ধ অবস্থায় পায়। পরে আশপাশের লোকজনের কাছে জানতে পারেন, তার ছেলেকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত (কিশোর গ্যাং) সদস্য পেটে ছুরি মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখেলে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহত জোবায়ের এর অবস্থা আশংকা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরমর্শ দিলে ৷ তারা জোবায়েরকে ঢাকায় নেওয়ার পথে রাত অনুমান সাড়ে ৯টার দিকে কুমিল্লায় মৃত্যুবরন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার রাকিব ও পিয়াসের ছোট ভাইয়ের সঙ্গে সোমবার সকালে নিহত জোবায়ের এর সিনিয়র-জুনিয়র বিষয়ে ঝামেলা হয় ৷ একপর্যায়ে পিয়াসের ছোট ভাইকে চড়-থাপ্পড় দেয় জোবায়ের ৷ এর জের ধরে সন্ধ্যায় রাকিব ও পিয়াস সহ কয়েকজন অজ্ঞাতনামা কয়েকজন জোবায়েরের উপর হামলা করে ৷ এসময় হামলাকারীরা জোবায়েরের পেটে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় ৷
নিহত কামরুল হাসান জোবায়ের বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের জনৈক কামাল উদ্দিনের ছেলে৷ সে বর্তমানে নোয়াখালী পৌরসভা শাহাজাহানের বাড়ীর ভাড়াটিয়া হিসাবে পরিবারের সঙ্গে বসবাস করত এবং সোনাপুর আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সিভিল ইঞ্জিয়ারিং প্রথম বর্ষের ছাত্র ছিলো ৷
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম আমাদেরকে জানান, পূর্ব বিরোধের জেরে আসামী মোঃ রাকিবুল হাসান (১৯) পিতা-বাদশা মিয়া প্রঃ সওদা মিয়া, ও মোঃ নুরুল ইসলাম প্রঃ পলাশ (২৮) পিতা-মৃত নাছির আহমদ, উভয়সাং- চন্দ্রপুর চানগাঁজী বাড়ী, থানা সুধারাম, জেলা-নোয়াখালীদ্বয় সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন এই হত্যাকান্ডের ঘটনা ঘটাইছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে ৷ এই বিষয়ে সুধারাম মডেল থানায় ভিকটিমের মা বাদী হয়ে একটি হত্য মামলা দায়ের করেছে।