শিক্ষার্থীদের ভবিষৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে গুড নেইবারস্ বাংলাদেশ নীলফামারী সিডিপি এর উদ্যোগে।
মঙ্গলবার (১২এপ্রিল) দিনব্যাপী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বালাপাড়াস্থ গুড নেইবারস্ বাংলাদেশ নীলফামারী সিডিপি কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে রির্সোস পারসন হিসেবে প্রশিক্ষন পরিচালনা করেন আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ) এর আ লিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম।
ক্যারিয়ার গঠন, উদ্যোক্তা হওয়ার বিষয়েও কথা বলেন গুড নেইবারস্ নীলফামারী সিডিপি প্রকল্প ব্যবস্থাপক সুব্রত টুডু ও ব্যবস্থাপক(প্রোগ্রাম) প্রাঞ্জলী মৃ।
গুড নেইবারস্ প্রকল্প ব্যবস্থাপক সুব্রত টুডু জানান, প্রশিক্ষণে শিক্ষার ধরণ অনুযায়ী ক্যারিয়ারের সুযোগ, কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব ও চাকুরীর সুযোগ, অনলাইনে প্রশিক্ষিত হয়ে চাকুরীর সুযোগ সৃষ্টির ধারণা দেয়া হয়।
এতে ২৮জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন বলে জানান তিনি।