নাটোর সামাজিক জবাবদিহিতা নীতিমালা বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের মিরপাড়াস্থ জেলা স্কাউট ভবনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর আয়োজনে এই সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
ডিপিএফ এর সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, ডিপিএফ এর সাধারণ সম্পাদক শিবলী সাদিক, ব্রিটিশ কাউন্সিলের প্লাটফর্মস ফর ডায়ালগ প্রকল্পের জেলা কর্মকর্তা অমর ডি কস্তা, রোভার কোর্স লিডার আরিফুর রেজা সহ অন্যান্য ডিপিএফ সদস্যবৃন্দ।
সভায় ৭ জেলা থেকে আগত ১২০ জন রোভার স্কাউট সদস্যবৃন্দ জাতীয় শুদ্ধাচার কৌশল, সিটিজেন চার্টার, তথ্য অধিকার আইন ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা এই চারটি সামাজিক জবাবদিহিতা নীতিমালা বিষয়ে জ্ঞান অর্জন করে।