ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি ও অবৈধভাবে অতিরিক্ত তেল মজুদ করায় তিনজন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
বেশ কিছুদিন ধরে বাজার মনিটরিং এ ব্যস্ত থাকার অংশ হিসেবে শনিবার (১৪মে) আবারো নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোশাররফ হোসাইন এর নেতৃত্বে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় নবীনগর পৌর এলাকার বড় বাজারে ঘুরে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি ও অবৈধভাবে অতিরিক্ত তেল মজুদ করায় তিনজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও তিন ব্যবসায়ীর কাছ থেকে মজুদকৃত প্রায় পাঁচ হাজার লিটার সয়াবিন তেল বাজার মূল্যে বিক্রয় করবেন মর্মে লিখিত অঙ্গীকারনামা আদায় করেন।
অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার ভূমি মোশাররফ হোসাইন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে সরকারের দেয়া নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
নবীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতেও অনুরূপ অভিযান চলবে। সকল ব্যবসায়ীদের তিনি সতর্ক করে দেন। অন্যথায় আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।