November 4, 2025, 12:01 am
Logo
শিরোনামঃ
আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আজ মহা অষ্টমী ও কুমারী পূজা সাভারে দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি সাভারে যুবদল নেতার উপর হামলা, আহত তিন  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  সাভার বার্ষিক বিজ্ঞান মেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। নবাবগঞ্জে আদিবাসী  ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। সাভার উপজেলার আশুলিয়া থেকে মাদক সহ ৫ জন গ্রেফতার।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দূর হবে যতনা,  লেখকঃমোস্তাফিজুর রহমান

নিউজ ডেস্ক 285
নিউজ আপঃ Saturday, January 22, 2022

আমি গাইবো সে গান,যে গানে জুড়াবে, মজলুমের প্রাণ,
যে গানের সুরে নিভে যাবে জুলুমের দাবানল।
যে গানের তানে ঝরে,জালিমের কলিজার ঘাম,
সে গান শুনে নিপীড়নের হবে সব অবসান।
অদ্যবধি যে গান গাওয়া হয়নি কাহর,
সে গান গেয়ে অত্যাচারের প্রজ্বলিত অনল নিভাবই।
মিথ্যার বেসাতিতে গড়া এই পৃথিবীর,
ভেঙে যাবে ব্যবধানে তৈরি,সমাজের শ্রেণী ভিত।
প্রহসনের রাজনীতি, ধোকাবাজ নেতা-নেত্রীর,
শিকড় উপড়ে যাবে, গুম খুন লুটপাট দুর্নীতির।
ঘুনে ধরা সমাজে, বুর্জোয়াদের তৈরি আইনে,
ভরেছে জমিন আগাছা পরগাছ চাটুকারে।
ছেয়ে গেছে চারিদিকে, শোষণ বঞ্চনার নিকষ কালো আঁধারে,
ঝরে কত তাজজা প্রাণ অকালে, দুঃশাসনের বিষাক্ত ছোবলে।
জনপদ নয়, চাই যেন শুধু তার, লালিত স্বপ্নের মসনদ,
ঝরুক যতই রক্ত, গলিত লাভা দুর্গম গিরি, জন শূন্য  মরু পথ।
ভাঙ্গা এই সমাজের প্রভেদের টুকরো,
জোড়া তালি দিয়ে করবো শক্ত, সুদৃঢ়।
হিংসা-বিদ্বেষ,বিভেদ, বিষাদে ভরা এই ধরনী,
ভেঙে করব দ্বিখন্ড, যতই হোক দুর্ভেদ্য, দুঃশাসনের প্রাচীর।
চেতনাহীনদের রাত্রি হোক যতই সুগভীর,
শুন্ শান্ নিরবতা নিদ্রায় সুনিবিড়।
রণতরীর সাইরেনে পাষাণের ঘুম ভাঙ্গাব প্রাতে,
সত্য-ন্যায়ের পতাকায়,পাবে খুঁজে আশ্রয় নির্যাতিত হত দরিদ্রে।
দূর হবে যাতনা মনের যত কলিন্য কালিমা,
মেঘে ঢাকা সূর্যের বিচ্ছুরিত আলোয় খুঁজে পাবে পথ হারা ঠিকানা।
প্রদীপ্ত খুশির বান বয়ে যাবে দিকে দিকে,
ইনসাফ সুশানের পরশ পাথরের ছোঁয়া পেয়ে


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share