আমি গাইবো সে গান,যে গানে জুড়াবে, মজলুমের প্রাণ,
যে গানের সুরে নিভে যাবে জুলুমের দাবানল।
যে গানের তানে ঝরে,জালিমের কলিজার ঘাম,
সে গান শুনে নিপীড়নের হবে সব অবসান।
অদ্যবধি যে গান গাওয়া হয়নি কাহর,
সে গান গেয়ে অত্যাচারের প্রজ্বলিত অনল নিভাবই।
মিথ্যার বেসাতিতে গড়া এই পৃথিবীর,
ভেঙে যাবে ব্যবধানে তৈরি,সমাজের শ্রেণী ভিত।
প্রহসনের রাজনীতি, ধোকাবাজ নেতা-নেত্রীর,
শিকড় উপড়ে যাবে, গুম খুন লুটপাট দুর্নীতির।
ঘুনে ধরা সমাজে, বুর্জোয়াদের তৈরি আইনে,
ভরেছে জমিন আগাছা পরগাছ চাটুকারে।
ছেয়ে গেছে চারিদিকে, শোষণ বঞ্চনার নিকষ কালো আঁধারে,
ঝরে কত তাজজা প্রাণ অকালে, দুঃশাসনের বিষাক্ত ছোবলে।
জনপদ নয়, চাই যেন শুধু তার, লালিত স্বপ্নের মসনদ,
ঝরুক যতই রক্ত, গলিত লাভা দুর্গম গিরি, জন শূন্য মরু পথ।
ভাঙ্গা এই সমাজের প্রভেদের টুকরো,
জোড়া তালি দিয়ে করবো শক্ত, সুদৃঢ়।
হিংসা-বিদ্বেষ,বিভেদ, বিষাদে ভরা এই ধরনী,
ভেঙে করব দ্বিখন্ড, যতই হোক দুর্ভেদ্য, দুঃশাসনের প্রাচীর।
চেতনাহীনদের রাত্রি হোক যতই সুগভীর,
শুন্ শান্ নিরবতা নিদ্রায় সুনিবিড়।
রণতরীর সাইরেনে পাষাণের ঘুম ভাঙ্গাব প্রাতে,
সত্য-ন্যায়ের পতাকায়,পাবে খুঁজে আশ্রয় নির্যাতিত হত দরিদ্রে।
দূর হবে যাতনা মনের যত কলিন্য কালিমা,
মেঘে ঢাকা সূর্যের বিচ্ছুরিত আলোয় খুঁজে পাবে পথ হারা ঠিকানা।
প্রদীপ্ত খুশির বান বয়ে যাবে দিকে দিকে,
ইনসাফ সুশানের পরশ পাথরের ছোঁয়া পেয়ে
এই বিভাগের আরও খবর....