জামায়াতে ইসলামীর গণ সংযোগ পক্ষ উপলক্ষে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শোডাউনটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আরামনগরে জামায়াতের জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি জেনারেল হাসিবুল আলম লিটন, শহর আমীর মাওলানা আনোয়ার হোসাইন, সদরের আমীর মাওলানা ইমরান হোসাইন, শহরের নায়েবে আমীর মাওলানা ছাইদুর রহমান, মাওলানা আব্দুর রহিমসহ অনেকেই।
বক্তারা বলেন, জনকল্যাণ মুখী আদর্শ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলাম কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম সফল করতে সকল শ্রেণীপেশার মানুষকে অংশ গ্রহনের জন্য জামায়াত ইসলামী দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন করছে।