জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সোমবার (৯ মে)বিকালে ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতু পুর্ব স্টেশনগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের সাথে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকার জামতলা রেলক্রসিং এলাকায় মোটর সাইকেলের সংঘর্ষে র্ঘটনা ঘটে।
এ সময় মোটর সাইকেলে থাকা সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডিং সুপার ভাইজার আলী হাসান ও তার সাথে থাকা বিদ্যুৎ মিস্ত্রী সুলতান মিয়া গুরুত্বর আহত হয়। আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নিহত আলী হাসান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকোষা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। নিহত বিদ্যুৎ মিস্ত্রি সুলতান মিয়া সরিষাবাড়ী উপজেলার ডোয়াউল ইউনিয়নের বিলপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
এ ব্যাপারে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডিং সুপার ভাইজার আলী হাসান ও তার সাথে থাকা বিদ্যুৎ মিস্ত্রী সুলতান মিয়া মিটার রিডিং এর কাজে যাবার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ট্রেনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান।
এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজিবুল হক জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।