বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
Logo
শিরোনামঃ
সাভারে জমজমাট ক্রিকেট ফাইনাল, চ্যাম্পিয়ন রাসেল একাদশ নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সাভারে শ্রমিকদের দুর্বল করা কাউকেই যেন রাষ্টীয় পদ বা জনপ্রতিনিধির জায়গা দেওয়া না হয়, আখতার শাহিনুর কবির, ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ জুয়েল মিঞা সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান ফেনীতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফলোআপ গণঅভ্যুত্থানে আহতদের সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ সাভার ডিজিটাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শুভ উদ্বোধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

জংগল ইউনিয়নে দাপিয়ে বেড়াচ্ছেন অস্ত্রধারী সন্ত্রাসী হিল্লোল বসু

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি / ৩২১
নিউজ আপঃ বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
মৃত- সুবাস বসুর ছেলে হিল্লোল বসু (২৫)।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়নে সাধারণ মানুষের কাছে আতঙ্কের এক নাম মৃত- সুবাস বসুর ছেলে হিল্লোল বসু (২৫)। যার বিরুদ্ধে রয়েছে একাধিক চাঁদা, ভূমি দখল, কিডনাপিং এর মতো অভিযোগ।
অনুসন্ধান সুত্রে জানা যায়, তার বাবা ছিলেন একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও সর্বহারা পার্টির নেতা  , তবে গত ১২ বছর যাবত নিখোঁজের পরেও তার কোনো প্রকার খোঁজ মেলেনি। যার ফলে তার পরিবার তাকে মৃত ভেবে নেয়।
এই হিল্লোল বসুর বাবা না থাকলেও তার চাচতো ভাই কল্লোল বসুর ছত্রছায়াই সে এখন এলাকায় ত্রাস সৃষ্টি করে চলছে।
জানা যায়, এলাকায় কোন সরকারি কাজ আসলে তাকে চাঁদা না দিলে কোন ঠিকাদার কাজ করতে পারে না ঠিক মত। ঠিকাদারদের খেতে হয় হিমশিম।
এলাকার কিছু সাধারণ মানুষ আমাদের জানান, এর আগে হিল্লোল বসু চাপড়া (সুইসগেট) ঠিকা দারের কাছে চাঁদা দাবী করলে তখন ঠিকাদার তার বিরুদ্ধে থানায় অভিযোগ করলে জংগল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিল্লোল বসুর ভাই কল্লোল বসু বিষয় টা ধামাচাপা দেয়।
তারা আরও জানান, অলংকাপুর স্কুলের ভবন নির্মাণ কাজে এই হিল্লোল বসু বাধা দান করে চাঁদা টাকার জন্য। আর চাঁদা না দেওয়ায়, এ নিয়ে মামলা হলে এক অস্ত্রধারী সন্ত্রাসী মামুন কে তখন বালিয়াকান্দি থানা পুলিশ আটক করে অস্ত্র সহ কিন্তু সাবেক চেয়ারম্যান ক্ষিরোদ বসুর ভাস্তে ও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতির ভাই হওয়ায় ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় হিল্লোল বসু।
অনুসন্ধান সুত্রে আরও জানা যায়, এই অস্ত্রধারী সন্ত্রাসী হিল্লোল বসুর বিরুদ্ধে রয়েছে মাগুরার শ্রীপুর থানায় অপহরণ ও মোটরসাইকেল ছিনতাই মামলা, ফরিদপুরের মধুখালি থানায় রয়েছে অস্ত্র মামলা, বালিয়াকান্দি থানায়ও রয়েছে অপহরণ মামলা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমাদেরকে জানান, ঢাকা থেকে একজন ব্যক্তিকে এই হিল্লোল বসু ও তার সহোযোগিরা অপহরণ করে নিয়ে আসে। পরে মুক্তি পনের টাকা আনতে গিয়ে তারা পুলিশের হাতে আটক হয় এবং পুলিশের সহযোগিতায় হিল্লোল বসুর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়, উদ্ধার কালে একটা ছিনতাই করা মোটরসাইকেল তার বাড়ি পাওয়া যায়।
সম্পতি কালে হিল্লোল বসু অস্ত্র ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জংগল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসের মালিকানা সম্পত্তি জোর দখল করে নিয়েছে।
জংগল বাজারের ৫-৬ টি দোকান প্রায় একবছর পূর্বে সট সারকিট অর্থাৎ বৈদ্যুতিক গোলোজগের কারণে অগুন লেগে পুড়ে যায় এটা ধারণা করে তখন ওই সকল দোকানদার, কিন্তু এক বছর পর আবার যখন ওই ব্যক্তিরা দোকান তুলতে গেলে কল্লোল  বসু তার সন্ত্রাসী ভাই হিল্লোল বসুকে দিয়ে বাধা প্রদান করে এবং ওই জায়গা দখন করে নেয়।গোপনীয় সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী দোকান মালিকেরা জানতে পারে ওই অগ্নিসংযোগ ছিলো পরিকল্পিত ।
একাধিক সূত্রে জানা যায়, হিল্লোল বসু তার এই সকল অপকর্ম করে চলেছে ভাই ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হওয়ায়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share