কলাপাড়ায় মজিবশতবর্ষ উপলক্ষে ভ‚মিহীন, হত দারিদ্র গৃহহীনদের মাঝে ঘর বন্টনের জন্য নামের তালিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এ জি এম সর্পরাজ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভ‚মি) জগবন্ধু মন্ডল, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরন কাজী বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কুয়াকাটা প্রেস ক্লাব’র সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেটসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে হত দারিদ্র গৃহহীদের নামের তালিকা ও জায়গা নির্ধারণ করে বিভাগীয় কার্যলয়ে জমা দিতে হবে এবং এ নামের তালিকা নিয়ে দুরর্নীতি ও অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না।