পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আধিবাসি রাখাইন সম্প্রদায়ের শিশু কিশোরদের নৃত্য অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল গ্রেভার ইন’র হল রুমে এ স্থানীয় রাখাইনরা এ সাংস্কৃৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে পরিবেশন করা হয় কুয়াকাটা শিল্পীগোষ্ঠির শিল্পীদের একের পর এক গান। এর আগে কুয়াকাটার সৈকেত রাতের আকাশে উড়ানো হয়েছে ফানুস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো.মেসবাহুল ইসলাম। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড.শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন অনুবিভাগ) ওয়াহিদা আক্তার, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র’র মহাপরিচালক ড.মো.শাহজাহান কবির, কেন্দ্রীয় কৃষক লীগের ধর্মবিষয়ক সহ-সম্পাদক নিউ নিউ খেইন সহ বরিশাল বিভাগের সকল জেলা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
এর আগে কৃষি মন্ত্রনালয়ের উদ্যোগ দিনব্যাপী স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট’র আওতায় বার্ষিক তদারকি ও পর্যালোচন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।