পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে শাহজালাল ইসলামি ব্যাংক। শনিবার সকাল ১০টায় ধুলাসার ইউনিয়নের আলহাজ¦ জালাল উদ্দিন কলেজ মিলানায়তনে শাহজালাল ইসলামি ব্যাংক এর পরিচালক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন করেন । এসময় ৪৯ জনের মাঝে ২৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীগের আহবায়ক ও আলহাজ্ব জালালউদ্দিন কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, এফসিপিএস (লন্ডন) ডাক্তার মোস্তাফিজুর রহমান, মহিপুর থানা অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের, শাহজালাল ইসলামী ব্যাংক খেপুপাড়া শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলাম হিরন,ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস দালাল, সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী মোঃ তরিকুল ইসলাম মৃধাসহ কলেজ এর শিক্ষক শিক্ষার্থী গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।