July 12, 2025, 11:43 pm
Logo
শিরোনামঃ
বাঘায় মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা এসএসসিতে তাহসান মাহমুদ চৌধুরী গোল্ডেন জিপিএ-৫ অর্জন অন্ধ মার্কেট রক্ষায় প্রতিবন্ধীদের মানববন্ধন — সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সাভার ১০০গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম আটক কারাগারে গলায় ফাঁস দিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ঈদুল আযহা উপলক্ষে SLA মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানার শুভেচ্ছা বার্তা বাঘা উপজেলায় ১৪১৩০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বাঘায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ১ পশু কেনাকাটা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‍্যাব আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি আত্মপ্রকাশ ; সভাপতি সৌরভ ও সম্পাদক সাকিব
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কবিতার নামঃ মহা বীর, লেখকঃমোস্তাফিজুর রহমান- নিউজ অলটাইম

নিউজ ডেস্ক 280
নিউজ আপঃ Sunday, December 26, 2021

হৃদয়ের স্রষ্টাকে দিয়েছে যে হৃদয়,                                                                                                                                              সত্যের পথে নির্ভীক সৈনিক চির-দুর্জয়।
অনিরর্বাণ সে জ্বালায় পোড়ায় যত কদাচার,
বাধার পাহাড় গিরি পথ হোক যতই দুর্গম নেই কোন ভয়।
অবকাশ নেই তার কর্মময় নিখিল ভুবনে,
গোমরাহী পথ ভ্রষ্টের বিরুদ্ধে যুদ্ধ প্রতিক্ষণ মুহূর্তে।
অনাহার বিনিদ্রা পিপাসায় নয় সে কাতর,
কর্ম সম্পাদনে তার তৃপ্ত জীবন।
যত মারণাস্ত্র আধুনিক পরমাণু আগ্নেয়াস্ত্র,
রুখে দিতে পারে না তার লক্ষ্যপানে এগিয়ে চলা স্বপ্ন।
নহে নতশির জালিমের তরে বজ্র নিনাদে,
ভেঙ্গে করে চুরমার জালিমের দূঃশাসন প্রাচীরটাকে।
অপশাসনের রুদ্ধ দুয়ার হোক যতই কঠিন,
মানে না কোন বাধা গায় গান মজলুমের ফিরাতে সুদিন।
দুনিয়ার সব হাতছানি ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য,
লালসা ভোগ আভিজাত্য প্রাচুর্য দু’পায়ে মাড়িয়ে জীবনকে করে উৎসর্গ।
নির্যাতনের রজনী হোক যতই গভীর দুর্ভেদ্য,
শত দুঃখ কষ্টের মাঝেও থাকে শান্ত প্রফুল্ল চিত্ত।
জুলুমের  রণভেরীর কালবৈশাখী ঝড়ে হয় যদি সমাজ লন্ড ভন্ড।
ঝঞ্জা বিক্ষুব্ধ  টর্নেডোর আঘাত মোকাবেলায় অটল  সুদৃঢ়।
বিপদের ঘন ঘটা  অত্যাচারের বিদ্যুৎ যতই চমকায়,
তেজ দীপ্ত ঈমানের বিচ্ছুরিত শিখা ততো মজবুত হয়।
গভীর তিমিরে দিকভ্রান্ত নাবিকেরে পথ দেখায়,
জাহেলের তরে আলোর মশাল জ্বেলে অতন্ত্র প্রহরী সর্বদায়।
ভুখা নাঙ্গা  নির্যাতিত গরিব দুঃখী অসহায়,
মরু প্রান্তরে পথ হারা পথিক পথ খুঁজে পায়।
স্বৈরাচারের নির্যাতনের হাত হোক যতই শক্ত লৌহদণ্ড,
কারা প্রাচীর সীসা ঢালা শিলা পাথর ইস্পাত নির্মিত।
মহাবীর ফাঁসির মঞ্চে ধীর-স্থির বিজয়ের হাস্য বদনে,
জালিমের সকল অপকর্ম অবজ্ঞা করে পাড়ি জমায়  জান্নাতের পথে।
নহে সে কিট দুনিয়া খ্যাত মহান সম্রাট অধিপতির,
প্রতিনিধি উত্তরাধিকারী দুনিয়া আখেরাত মহান সৃষ্টির


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share