তুমি আসবে বলে, আমি প্রদীপ জ্বালিয়ে রেখেছি,
আমি দীর্ঘ প্রতিক্ষার পর তোমায় দেখবো বলে!
আমি পথের দিকে চেয়ে রই তোমার অপেক্ষায়,
চোখের পলকে একটি বছর গেছে চলে।
আজও বনের পাখিরা গেয়ে যায় আগমনী গান,
মধুর সুরের মূর্ছনায় নতুন করে সাজে প্রকৃতি।
সুগন্ধি ফুলের সুবাসে মুগ্ধ হয় পৃথিবী,
মনে পড়ে যায় পুরনো সেই স্মৃতিগুলি ।
কাঠের ক্যানভাসে ঝুলে আছে পেন্সিলের স্কেচ,
আজও লাগেনি তাতে রঙ তুলির আঁচড়।
তুমি আসবে বলে,ফুলে ফুলে সাজিয়ে রেখেছি সুখের ঘর।
তোমার ভাবনায় দোলা দেয় আমার সুখের অনুভূতি,
আমার মনের ভেতর খুঁজে পাই আমি প্রশান্তির ছায়া।
রাতের আকাশের তারাদের আমি তোমার আগমনের কথা বলি,
রাতের তারারা আমায় চুপিচুপি বলে তুমি আসবে
তোমার অফুরন্ত ভালোবাসার ডালা সাজিয়ে,
আর আমি ও বিশ্বাস করি তুমি আসবে,তুমি আসবে!!
তোমায় নিয়ে দেখা আামর রঙিন স্বপ্নগুলো সাজাতে,