হাজার হাজার শিষ্য ও ভক্তদের কাঁদিয়ে ইহলোক ত্যাগ করে বৈকুণ্ঠধামে যাত্রা করেছেন গোরাচাঁদ সেবা সংঘ’র প্রতিষ্ঠাতা, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একজন ধর্মগুরু, বরিশালের গৌরনদী উপজেলা সদরের দক্ষিন পালরদী গ্রামের বাসিন্ধা, শ্রুতি মধুর শ্রীমদ্ভাগবত পাঠক শ্রী গৌর গোপাল গোস্বামী (৫৬)।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার ভোররাত ৪টা ২০মিনিটের দিকে (রোববার দিবাগত রাত) ইহলোকে ত্যাগ করেন।এ সময় তিনি স্ত্রী, এক ছেলে রেখে গেছেন।
এ ধর্মগুরুর অকাল প্রয়ানে তার হাজার হাজার শিষ্য ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ওইদিন দুপুর ২টায় তাদের নিজ বাড়িতে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এলাকার সনাতন ধর্মবলম্বী এবং ওই ধর্মগুরুর শিষ্য ও ভক্তদের বিশ্বাস তিনি ইহলোক ত্যাগ করে বৈকুণ্ঠধামে যাত্রা করেছেন। তার অকাল প্রয়ানের খবর পেয়ে দেশের বিভিন্ন স্থান থেকে শোকে কাতর দশ হাজারের অধিক শিষ্য ও ভক্ত ওই বাড়িতে জরো হয়ে তার শেষ কৃত্ত্বে অংশ নিয়ে তাকে শেষ বিদায় জানান।
মাত্র ৫৬ বছর বয়সে চির বিদায় নেয়া ওই ধর্মগুরু “গোরাচাঁদ সেবা সংঘ” নামে একটি সনাতন ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করে তার মাধ্যমে ধর্মীয় প্রচারনা চালান।
জানাগেছে, দেশের বিভিন্ন স্থান ও পার্শ্ববর্তি দেশ ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে তার অর্ধলক্ষাধীক শিষ্য ও ভক্ত রয়েছে।