বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র আহ্বানে সারা দেশের ন্যায় ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন করেছেন আশুলিয়া থানা উপশাখা বিসিডিএস।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার নবীনগর-চন্দ্র মহাসড়কের পলাশবাড়ী এলাকার হাবিব ক্লিনিকের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এসময় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো.জহিরুল ইসলাম খান লিটনের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি নুর উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচী ও র্যালি করা হয়।
মানববন্ধন কর্মসূচী থেকে তারা জানান, কেমিস্টস্ গন ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ সহ সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবি জানিয়ে মিছিল করেন।
এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আশুলিয়া থানা উপশাখার সহ-সভাপতি জাহিদ হাসান শিকদার,মোর্শেদ আলী খান পাপ্প, এক্সিকিউটিভ সদস্য শাজাহান সুজন,শুয়াইবুর রহমান শুয়েব,রুহুল আমিন,শাহাবুদ্দিন আহমেদ রাজা,মিজানুর রহমান,কাজী মানসুর হাসান,জিহাদুল ইসলাম,শাহাদাত হোসেন উসমান, সালাউদ্দিন খান কাজল সহ আশুলিয়ায় কর্মরত সকল কেমিস্টস্ সদস্যরা।