সারাদেশে তেলের উর্ধ্বমূখী মুল্য নিয়ন্ত্রনে যখন সরকার বিভিন্ন কঠোরতায় স্বচেষ্ট ঠিক তখনই এমন এক তেল মজুদের সন্ধান।অভিযোগের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া বাজারের একটি দোকানের গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে ওই তেল খোলাবাজারে বিক্রি করা হয়।
গতকাল বুধবার রাত আনুমানিক ৮টার দিকে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নাটোর ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক জানান, গোপন তথ্যের ভিত্তিতে নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউনে অভিযান চালানো হয়েছে। সেখানে তেলের মজুদও পাওয়া গেছে।
জানা যায়, মৌখাড়া বাজারের ওই স্টোরের মালিক বড়াইগ্রাম পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মাজেদুল বারী নয়ন।
মেয়র নয়ন জানান, তিনি রাজনীতি ও পৌরসভার কাজে বেশি ব্যস্ত থাকায় ব্যবসার দিকে খেয়াল রাখতে পারেননি। দোকানের ম্যানেজার এগুলো দেখাশুনা করেন। এভাবে তেল মজুদ রাখা অবশ্যই অপ্রত্যাশিত। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।