রাজধানী উত্তরা শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আল রাজু আহম্মেদ এর পক্ষ থেকে ক্যাম্পাসে পদযাত্রা সমাবেশ ও লিফলেট বিতরন করেছে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সময় র্যাগিং,বুলিং,টিজিং,সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইত্যাদি সংগঠিত হতে দেখা যায় যা একজন শিক্ষার্থীর উপর চূড়ান্ত পর্যায়ের মানসিক চাপ সৃষ্টি করে।একই সাথে তাকে পারিবারিক,সামাজিক ভাবেও হেয় প্রতিপন্ন হতে হয়,যা সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনায় অন্তরায়।মূলত অজ্ঞতা,পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় দুর্বলতা,উশৃঙ্খলতা,তথ্য-প্রযুক্তির অপব্যবহার, সামাজিক ও ধর্মীয় গোঁড়ামি ইত্যাদি কারণে র্যাগিং,বুলিং,টিজিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট সংগঠিত হয়।
এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত যেকোন পর্যায়ের র্যাগিং, বুলিং,টিজিং ও সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মসূচি গ্রহণ করেছে।একইসাথে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও এর বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ০৭ মার্চ,২০২৩ ইং ক্যাম্পাসে পদযাত্রা শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।এসময় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।কর্মসূচি চলাকালীন নেতাকর্মীদের হাতে র্যাগিং,বুলিং,টিজিং ও সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগ ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি।বর্তমান স্মার্ট ছাত্রলীগের নতুন উদ্যোগের সাথে তাল মিলিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্তর্ভুক্ত শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আজকের আয়োজিত “”র্যাগিং, বুলিং,টিজিং এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টকে না বলুন”।শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর উদ্যোগে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ‘অ্যাগেইনস্ট র্যাগিং এন্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ প্রোগ্রামের মাধ্যমে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার নিশ্চয়তা ও সচেতন করার লক্ষে আজকের এই কর্মসূচি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন,এজন্য আমরা ধন্যবাদ জানাই।বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক বলেন,হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অ্যাগেইনস্ট র্যাগিং,বুলিং,টিজিং ও সেক্সুয়াল হ্যারাসমেন্ট একিটি ফৌজদারি অপরাধ।সবার মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই ক্যাম্পেইন।এছাড়াও কর্মসূচিতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।