ফরিদপুরের সালথায় সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলার সকল মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন- সন্ত্রাস-জঙ্গী দমনে ইমামদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। তারা যদি প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে মুসল্লীদের সামনে সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন বা সকলকে সচেতন করেন, তাহলে এর বিস্তার ছড়াবে না। পাশাপাশি সালথার সহিংস কর্মকা-ের বিরুদ্ধেও ইমামদের ভুমিকা রাখার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। আরও বক্তব্য রাখেন, সালথা থানার এসআই মো. গোলাম মোন্তাছির মারুফ, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ইকবাল হোসেন, মডেল কেয়ার মো. মাহমুদুল হাসান প্রমুখ।