সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজশাহীতে জমি সংক্রান্তের জেরে মিথ‍্যা সংবাদ প্রকাশে প্রতিবাদে সংবাদ সম্মেলন বাঘায় দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ ও মানববন্ধন বাঘায় সমাজসেবার সানোয়ারের জাদুর কাঠিতে সুস্থ-সবল শত মানুষ এখন প্রতিবন্ধি সাভারের গান্ধারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন বাঘায় নবাগত ইউএনও’র সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ শিমুলতলা জোনাল অফিসে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ বাঘায় সাংবাদিক পরিবারের উপর হামলা,থানায় মামলা ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী কাউন্সিলর সাহেব আলীর শাস্তি চায় এলাকাবাসি মানবিক বাংলাদেশ চায় জামায়াত: ডা. শফিকুর রহমান সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সততার পুরস্কার, সম্পাদক চেয়ে সভাপতি পেলেন শওকত

একে আজাদ, রাজবাড়ী / ৫০
নিউজ আপঃ রবিবার, ৫ মার্চ, ২০২৩, ২:২৪ অপরাহ্ন

দীর্ঘ ২৬ বছর পর রাজবাড়ী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।এতে মোঃ শওকত হাসান কে সভাপতি নির্বাচিত করা হয়েছে, যদিও তিনি সম্মেলনের আগে কেন্দ্রীয় নেতাদের কাছে সাধারণ সম্পাদক পদে সিভি জমা দেন।

মোঃ শওকত হাসান রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

তিনি ১৯৬৯ সালে ডিসেম্বর মাসের ৩১তারিখে আলীরপু গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন মোঃ শওকত হাসান। তার পিতা মরহুম আজাহার আলী শেখ আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল হতে মৃত্যু অবধি আওয়ামী লীগের আলীপুর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।

ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। রাজনৈতিক কর্মকান্ড মাধ্যমিক পর্যায় হতে ইউনিয়ন, পরবর্তীতে কলেজ শাখা, উপজেলা ও জেলা ছাত্রলীগের ভিন্ন ভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সাল হতে ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও ১৯৯৬ সাল হতে সদর উপজেলা যুবলীগের পর পর ৩ বার সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হয়ে বর্তমান সময় পর্যন্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি বিএনপি-জামাত জোট সরকারের আমল ২০০৩ থেকে দীর্ঘ ৯ বছর আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরে ২০১৬ সালে পুনরায় আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।সর্বশেষে ২১ সালের নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে দল থেকে নমিনেশন না পাওয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

তার পিতা মরহুম আজাহার আলী আওয়ামী লীগের দুর্দিনে বিশেষ করে ১৯৭৫ আগস্ট ট্রাজিডির পর নিজের জীবন বাজি রেখে রাজপথে থেকে দলের সকল কর্মকান্ড সচল রেখেছিলেন।

পূণর্গঠিত আলীপুর ইউনিয়নের প্রতিষ্ঠাকাল ১৯৭৩ সাল হতে পরপর ৩ বার তিনি বিপুল পরিমান জনসমর্থন নিয়ে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

উল্লেখ্য, এর আগে ১৯৯৬ সালে রাজবাড়ী জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরে ২০০৬ সালে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share