জাহেলিয়াতের ঘোর অন্ধকারে,ডুবন্ত মানবেরে,
আবির্ভূত প্রিয় রাসূল( সাঃ),উুদ্ধারকারী ত্রাণকর্তা হিসেবে।
আগমনে আলোর রশ্মি,ছুটলো দিকে দিকে,
ভ্রাতৃত্ব, প্রীতির পতকা উড়ালো, জুলুমের আকাশে।
দ্বন্দ্ব-সংঘাত চরমপর্যায়ে, বিপর্যস্ত মানবিকতা,
গোত্র কলহের দাবানলে, পুড়ছিল সমাজ সভ্যতা।
সদ্য প্রসূত মেয়েদের জীবন্ত, কবরের ছিল প্রথা,
তুচ্ছ কারণে রক্তপাত নিত্য নৈমিত্তিক ঘটনা।
যুদ্ধের দামামা প্রতিশোধ পরায়ন, যুগ হতে যুগান্তরে,
প্রীতি বন্ধন ছিন্ন দুর্বিষহ জীবন, মানবিক বিপর্যয়ে।
পণ্য বাজারে মানুষ ক্রয়-বিক্রয়,জঘন্য দাসপ্রথা,
অলি গলিতে গড়ে উঠেছিল,পতিতাবৃত্তি পানশালা।
পুত্র মাতার বিবাহ বন্ধন, সংগঠিত হরদম,
মেয়েরা ছিল অভিশপ্ত, অলক্ষণের কারণ।
লুণ্ঠন, ধর্ষণ, রাহাজানি, চরম পর্যায়ে,
পরিত্রাণের আর্তচিৎকারে, আকাশ জমিন ফাটে।
নতুন ভোরের আলোর রবি, মা আমিনার কোলে,
হতাশার সাগরে মুক্তির ঢেউ, জাগলো নতুন প্রাণে।
আলোর সন্ধানে মজলুম হৃদয়ে,বইল খুশির বান,
দ্বীন কায়েমের উদ্দীপ্ত শপথে,গুটিকয়েক তাজা প্রাণ।
দিকে দিকে ছুটলো আলো ধু, ধু মরুর বুকে,
দিশেহারা কাফেররা, বাপ দাদার ধর্ম রক্ষার্থে।
জুলুমের নির্যাতন চরম পর্যায়ে, সামাজিক বয়কট, গৃহবন্দী প্রিয় নবী(সাঃ)।
ডরেনি হৃদয় করেনি আপোস, কাফেরদের সঙ্গে সন্ধি।
দুর্গম গিরি, বাঁধার পাহাড়, বর্বরতার দুর্ভেদ্য প্রাচীর,
পাথরের খোদার মিথ্যা শক্তি,ভেঙ্গে করলেন চৌচির।
সকল ষড়যন্ত্র ব্যর্থ কাফেরদের, হত্যার উন্মত্ততায় লিপ্ত,
সর্ব গোত্রের সমন্বয়ে গঠিত, সমাজ পতিদের ঐক্য।
ওহীর প্রত্যাদেশ,হিজরতের নির্দেশ,মদিনার পথে যাত্রা,
হত্যার নেশায় সদল বলে, তরুণ কাফেরদের ধাওয়া।
সাওর পর্বত গুহায় মাকড়সায়, চিনল নবীকে কবুতর বিষধর সর্পে,
নিজ সম্প্রদায় স্বজন-পরিজন চিনলোনা মনি-মুক্তার খনিকে।
মদীনাবাসী সৌভাগ্যবান অতি, প্রিয় রাসল (সাঃ) শুভাগমনে,
তৌহিদের ঝান্ডা উড়ালেন মদিনায় বিশ্বকে দিলেন চমকে।
জঙ্গের দামামা উঠল বেজে কাফেরদের মসনদ কাঁপে,
বদর, ওহুদ, খন্দকের রণে,বিধ্বস্ত, পর্যুদস্ত কাফের সদলবলে।
সত্য-মিথ্যার চূড়ান্ত ফয়সালা, বিজয় কেতন উড়ে,
স্বল্প সময়ের বিপ্লবে বিশ্বনবী,স্বদেশ প্রত্যাবর্তন বিজয় মহাবীর বেশে।
পাথরের খোদার বধ্যভূমি,ধোকার বেশাতির বিদায় চিরতরে,
শান্তির ফল্গুধারা ছুটল চারিদিকে,দেশ হতে দেশান্তরে।।