শ্রীমঙ্গলে অতিরিক্ত দামে তেল আটা ময়দা বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয় সুত্র জানায়, ন্যায্য দামে আটা, ময়দা ও তেল প্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এই লক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মে) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোড, নতুন বাজার, এহসান মার্কেটসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিন অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে র্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন।
উক্ত অভিযানে অতিরিক্ত দামে আটা ও ময়দা বিক্রয় করা, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রয় না করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা, খুচরা ব্যবসায়ীদের পাকা ভাউচার প্রদান না করা, ওজনে কম দেওয়া, অতিরিক্ত দামে তেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি পরিচালক মো. আল আমিন জানান, সকল ব্যবসায়ীকে ন্যায্য দামে এবং সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ব্যবসা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ন্যায্য দামে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারি পরিচালক মো. আল আমিন।